কালচিনি: কালচিনি চা বাগানে বোনাসের দাবিতে চা বাগানে গেট মিটিং করে বিক্ষোভ দেখালো শ্রমিকরা
আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে পুজো বোনাস নিয়ে তালবাহানা করছে মালিকপক্ষ বলে অভিযোগ শ্রমিকদের। সময়মতো বোনাসের দাবিতে চা বাগানে গেট মিটিং করে বিক্ষোভ দেখালো শ্রমিকরা। বুধবার শ্রমিকরা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে জমায়েত হয়ে গেট মিটিং করে ও বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের গেট মিটিংয়ে চা বাগানের তৃণমূল, বিজেপি সিপিএম সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃত্বরা অংশগ্রহণ করে।