রঘুনাথপুর ১: উনানশীলাতে বিজেপির পরিবর্তন সভা,উপস্থিত রঘুনাথপুর বিধানসভার কনভেনার,মন্ডল সভাপতি সহ অন্যরা
আগত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে আরো বেশি করে মজবুত করার লক্ষ্যেই সারা রাজ্যের পাশাপাশি বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হল পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত উনানশীলা গ্রামে।রবিবার বিকেলে উনানশীলা গ্রামে মঞ্চ তৈরি করে এই সভার আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে।এদিনের ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার কনভেনার সন্তু তেওয়াড়ী,মন্ডল সভাপতি বঙ্কিম মেটা সহ অন্যান্যরা।