রঘুনাথপুর ১: রঘুনাথপুর শহরের নন্দুয়াড়ার বিজেপির দলীয় কার্যালয়ে SIR ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল
বৃহস্পতিবার সন্ধ্যায় পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভার মন্ডল ৬এর রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির SIR ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল। এদিন সন্ধ্যায় রঘুনাথপুর শহরের নন্দুয়াড়া মোড়ে অবস্হিত বিজেপির দলীয় কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রঘুনাথপুর শহর মন্ডল বিজেপির সভাপতি শান্তনু চ্যাটার্জী, রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর দীনেশ শুক্লা,কাজল কৃষ্ণ সিনহা সহ অন্যান্যরা। এদিন বৈঠকে SIR ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।