লাভপুর: দিল্লি থেকে অপহৃত নাবালিকা কে উদ্ধার করে লাভপুর থানার পুলিশের ফিরিয়ে দিলো পরিবারের হাতে; ধৃত কে ১৪ দিনের Z.C
Labpur, Birbhum | Sep 19, 2025 ফের লাভপুর থানার সাফল্যে এক অপহৃত নাবালিকা কে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ।ওই নাবালিকা কে অপহরণের অভিযোগে দিল্লির তিহার এলাকা থেকে অভিযুক্ত কেও গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ শে জুলাই লাভপুর থানা এলাকার এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ ওঠে।পরে নাবালিকার পরিবারের সদস্যরা লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের ভিত্তিতে লাভপুর থানার পুলিশ তদন্ত নেমে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তর মোবাইল টাওয়ার লোকেশন ট্রাক করে।