ক্যানিং ১: গরু চুরি করে পালানোর সময় ক্যানিংয়ে ধরা পড়া চোরকে তোলা হল আদালতে
গত শনিবার ভোর রাতে ক্যানিং য়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে চোরাই গরুর ট্রাক। ধরা পড়ে দুজন। মোজাম গাজি ছিলেন চালক। অসুস্থ হয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার। সুস্থ হওয়ার পর মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে।