কুমারগ্রাম: রাধানগর এলাকায় বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
বুধবার কুমারগ্রাম ব্লকের রাধানগর এলাকায় বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সঞ্জয় টোপ্পো, বয়স ১৮। এদিন সকালে বাড়ির ঘরে সঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে ওই বাড়িতে আসে বারবিশা ফাঁড়ির পুলিশ। পুলিশ সবদিক খতিয়ে দেখে দেহ উদ্ধার করে। এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে।