হবিবপুর: বুলবুলচন্ডী এলাকার কালী পূজার প্রস্তুতি এখন তুঙ্গে, চলছে প্রতিমা ও মণ্ডপ তৈরির প্রস্তুতি
হবিবপুর ব্লকের বুলবুলচন্ডি এলাকায় কালীপুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। হাতে গোনা কয়েকটা দিন বাকি কালীপুজোর, তার আগেই প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা। বুধবার সকাল থেকে বুলবুলচন্ডি বাজার সার্বজনীন কালীর মণ্ডপে দেখা গেল জোরকদমে প্রস্তুতির চিত্র। পাশাপাশি হাসপাতাল মোড়ের বুড়ি কালী মায়ের প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজও চলছে পুরোদমে।