খোয়াই: খোয়াই সুভাষ পার্ক সিপিআইএম পার্টি অফিসে হামলা অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
Khowai, Khowai | Oct 6, 2025 গতকাল গভীর রাতে খোয়াই সুভাষ পার্ক সিপিআইএম অঞ্চল অফিসে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতিকারী ভাঙচুর চালায়। দরজা ভাঙ্গা চেষ্টা করে এবং পার্টি অফিসের জানালার কাছে ভেঙ্গে দেয়। আজ সকালে দেখতে পেয়ে খবর দেওয়া হয় খোয়াই থানায়।পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।