পাড়া: আনাড়া বিজেপির দলীয় কার্যালয়ে বিজয়া সন্মিলনীর প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়েছিল।
Para, Purulia | Oct 16, 2025 বৃহস্পতিবার রাত আটটা নাগাদ পাড়া ব্লকের আনাড়া বিজেপির দলীয় কার্যালয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা বিদ্যাসাগর চক্রবর্তী, মন্ডল সভাপতি শিব শম্ভু বাউরী, জেলা কমিটির সদস্য টোটন মুখার্জি, জয়দেব গঁরাই, স্বপন রায়, মন্ডল সাধারণ সম্পাদক সহদেব বাউরী সহ অন্যান্যরা। এদিন মন্ডল ৪ এর বিজয়া সন্মিলনীর প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়।