রানিনগর ২: ডেপুটি পাড়া গ্রাম থেকে ৭টি তাজা সকেট উদ্ধার করে নিষ্ক্রিয় করল বোম বোম ডিশ প্রজার টিম
আজ মুর্শিদাবাদ জেলা রাণীনগর থানা এলাকার ডেপুটি পাড়া গ্রামে সাতটি তাজা সকেট উদ্ধার করে বোম গুলি নিষ্ক্রিয় করলো বোম ডিশবাজার টিম জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার পুলিশ আজ সকালে ডেপুটি পাড়া গ্রামে তারপরে উক্ত এলাকা থেকে সাতটি তাজা সকেট এবং উদ্ধার করে পরে ডিসপোজাল কর্মীদের খবর দেওয়া হলে তারা এসে বোম গুলি নিষ্ক্রিয় করে তবে এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিশ