ময়ূরেশ্বর ২: বারোমেশিয়া ছাত্রীর খু*নির শাস্তির দাবিতে কোটাসুরে পদযাত্রা ও অভিক্ষোভ
রামপুরহাট বারোমেশিয়া গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারী শিক্ষকের ফাঁসির দাবিতে পদযাত্রা করে কোটাসুর বাজারে আজ বৈকালে পথ আটকে বিক্ষোভ দেখালো দিশম আদিবাসী গাঁওতার সদস্যরা। উল্লেখ্য রামপুরহাট বারোমেশিয়া গ্রামের এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে এক শিক্ষকের বিরুদ্ধে আর সেই শিক্ষকের অবিলম্বে ফাঁসির দাবি চেয়ে হটিনগর স্কুল মোড় থেকে কোটাসুর বাজার পর্যন্ত পদযাত্রা করা হয়।