নানুর: মহা সাড়ম্বরে'র সাথে কীর্ণাহারেও পালিত হলো ছট পুজো
Nanoor, Birbhum | Oct 27, 2025 সমগ্ৰ রাজ্য ও জেলার পাশাপাশি বীরভূমের কীর্ণাহারের পরোটা গ্ৰামেও মহা ধুমধামের সাথে সোমবার সন্ধ্যায় পালিত হলো ছট পুজো।এই পুজো মূলত সূর্য দেবতা কে সরণ করতে বিহারী ও মারওয়াড়ি আয়োজন করে থাকে।পুজোর দু'দিনই রীতিনীতি মেনে মহা সাড়ম্বরে'র সাথে পালিত হয়।উল্লেখ্য, জেলার অন্যান্য স্থানের পাশাপাশি কীর্ণাহারের পরোটা গ্ৰামের একটি পুকুর পাড়ে দাস পরিবারের পক্ষ থেকে ৩০বছর ধরে হয়ে আসছে ছট পুজোর আয়োজন।তাই এবারও তার অন্যথা হয়নি। যদিও সেখানে একটি পরিবারের পক্ষ।