খোয়াই: লাঠাবাড়ি এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত হলো এক ব্যক্তি
Khowai, Khowai | Nov 1, 2025 চাম্পাহাওর থানাধীন লাটাবাড়ি এলাকায় একটি পরিবার সদস্যা জায়গা বিবাদ কেন্দ্র করে বড় ভাই হাতে ছোট ভাই আহত হলো।। এই আহত উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসাধীন।।