বেথুয়াডহরী শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সমিতিতে শ্রীশ্রী ঠাকুর, মা ও স্বামীজীর পূজা। যুব পরিষদ আয়োজিত স্বামী বিবেকানন্দ স্মরণ অনুষ্ঠান। অংশগ্রহনে:- ছাত্র, ছাত্রী ও যুবক-যুবতীবৃন্দ। শ্রীশ্রী ঠাকুর, মা ও স্বামীজীর বিশেষ পূজা, আরাত্রিক ভজন ও ভক্তিগীতি। অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ।১২ই জানুয়ারী ২০২৬ সোমবার বিশ্ববরেণ্য মানবপ্রেমিক স্বামী বিবেকানন্দের ১৬৪তম শুভ জন্মদিবস পালিত হল।