ওন্দা: রামসাগর এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক
Onda, Bankura | Sep 20, 2025 রামসাগর এলাকায় রামসাগর ই রিক্সা এসোসিয়েশন পক্ষ থেকে একটি রক্ত দান শিবির অনুষ্ঠিত করা হল। এই রক্তদান শিবির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। মূলত বাঁকুড়া সম্মিলনী ও মেডিকেল কলেজের রক্ত চাহিদা মেটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।