রানাঘাট ১: মদের আসরে এক যুবকের রহস্যময় মৃত্যুর ঘটনায় বগুলা থেকে গ্রেফতার 3 জনকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
মদের আসরে এক যুবকের রহস্যময় মৃত্যুর ঘটনায় বগুলা থেকে গ্রেফতার 3 জনকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত শনিবার হাসখালি থানার বগুলায় 4 বন্ধু মিলে একটি মদের আসর বসায়। অভিযোগ, সেই মদের আসরেই রহস্যময় ভাবে মৃত্যু হয় এক জনের। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে ওই মদের আসরে থাকা 3 যুবককে গ্রেফতার করে ও রবিবার আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নেয়। বুধবার সেই পুলিশ হেফাজতের মেয়াদ শেষে হাসখালি পুলিশ ধৃতদের আদালতে তুললে বিচারক তাদের জেল হেফাজতে পাঠিয়েছেন।