পটাশপুর ২: ১১৬ বি জাতীয় সড়কের বেতালিয়াতে পিকআপ ভ্যানের সঙ্গে টটোর মুখোমুখি সংঘর্ষ আহত ২
পূর্ব মেদিনীপুর জেলার ১১৬ বি জাতীয় সড়কে কাঁথির বেতালিয়াতে পিকআপ ভ্যানের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় |জানা গিয়েছে টোটো তে করে চারজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছিল |কাঁথি থেকে মারিশদার দিকে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে উল্টো দিক থেকে আসার টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় সেই টোটো তে থাকা পরীক্ষার্থীরা সহ চালক সিটকে পড়ে রাস্তার মধ্যে আহত হয় পরীক্ষার্থীরা আহত পরীক্ষার্থীসহ চালককে কাঁথি দারুয়া হসপিটালে নিয়ে ভর্তি করা হয় |