চাকদার বিধায়কের উদ্যোগে রবিবার একাধিক CAA ক্যাম্পের উদ্বোধন, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের নেতৃত্বে চাকদার বিভিন্ন জায়গায় রবিবার CAA ক্যাম্পের উদ্বোধন হয়। ফিতে কেটে বিধায়ক এই ক্যাম্প গুলির উদ্বোধন করেন আর রবিবার বিকেল ৫ টা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায়।