খাতড়া: খাতড়া মহাশ্মশান কালীমন্দিরে নরনারায়ণ সেবায় জনসমুদ্র; হাজার হাজার ভক্তের প্রসাদগ্রহণ
Khatra, Bankura | Oct 21, 2025 খাতড়া শহরের ঐতিহ্যবাহী মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল নরনারায়ণ সেবা। প্রতি বছরের মতো এবারও কালীপুজোর পরের দিন এই সেবার আয়োজন করে মহাশ্মশান কালীপুজো কমিটি। মঙ্গলবার বেলা প্রায় ১১টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই ভোগ বিতরণ অনুষ্ঠান। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের নরনারায়ণ সেবায় দক্ষিণ বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। মন্দির চত্বরে ভক্তদের ভিড়ে উপচে পড়ে জনসমুদ্রে পরিণত হয়