তুফানগঞ্জ ১: অভিনব কায়দায় প্রতারণা, মিষ্টির প্যাকেট হাতে দিয়ে বলরামপুর এলাকার টেরো চালকের কাছ থেকে টাকা হাতিয়ে চম্পট এক ব্যক্তির
ঘটনাটি রবিবার হলেও সোমবার এ বিষয়ে প্রতিক্রিয়া দেন ওই ব্যক্তি। তার নাম তমসের মিয়া। তারপরে বলরামপুর এলাকায়। ওই ব্যক্তি জানান গতকাল অচেনা এক ব্যক্তি তার গাড়িতে উঠে হাসপাতাল পাড়া এলাকায় শ্বশুরবাড়ি রয়েছে বলে ৪০০ টাকা ভাড়া ঠিক করেন। তুফানগঞ্জে গিয়ে মিষ্টি নিতে গিয়ে আরো তার কাছ থেকে ১১০০ টাকা নেন। পরবর্তীতে মাছ কেনার জন্য আরো ১৪০০ টাকা নেন। শেষে ৫৪০ টাকার মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে উধাও হয় ওই ব্যক্তি।