তুফানগঞ্জ ১: চোকুশী বলরামপুর এলাকার একটি বাড়ি থেকে চুরি তিনটি গরু ,চাঞ্চল্য এলাকায়
ঘটনাটি শনিবার গভীর রাতে দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চৌকুচি বলরামপুর এলাকার ঘটনা। জানা গেছে স্থানীয় বাসিন্দা হতদরিদ্র শমসের আলীর বাড়ির গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি যায়। রবিবার সকালে গরু গোয়াল ঘর থেকে বের করতে এসে দেখতে পান দড়ি কাটা অবস্থায় পড়ে রয়েছে এবং গোয়ালঘর ফাঁকা। শমসের আলী চার পাশে খোঁজখবর শুরু করেন কিন্তু কোথাও পাননি। হতবাক হয়ে পড়েন তিনি। একমাত্র উপার্জনের রাস্তা বন্ধ হওয়ায় ভেঙে পড়েন তিনি কারণ গরুর দুধ বিক্রি করেই চলত তাদের সংসার।