মঙ্গলবার মেদিনীপুর অঞ্চলের বহড়ামুড়িতে পথসভা করল বিজেপি। সভায় উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। পথসভা থেকে বিধায়কের দাবি, এদিন প্রায় ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। তাঁর বক্তব্য, “মানুষ উন্নয়ন চাইছে, তাই তারা স্বেচ্ছায় বিজেপি বেছে নিচ্ছে।” অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি—যোগদান ইস্যু বিজেপির “নাটক”, বাস্তবে কেউ দল ছাড়েনি।