বছর সাতেক আগে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত হয়েছে আহমদপুর-কাটোয়া রেলপথ। আর সেই রেল পথে ধীরে ট্রেন চলাচলও শুরু হয়। প্রথমে সংশ্লিষ্ট রুটে একটি ট্রেন চলার ক্ষেত্রে অনেকেই অসুবিধার সম্মুখীন হতেন।পরে লাভপুরের কিছু স্থানীয় বাসিন্দারা ট্রেন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার পর একের পর এক ট্রেন বৃদ্ধি পায় ওই রুটে।তবে সেগুলো সবই কাটোয়া থেকে আহমদপুর রেল স্টেশন পর্যন্ত।যার ফলে একাধিক যাত্রী সংগঠন বারংবার দাবি তুলেছেন কোলকাতা গামী ট্রেন।