কলকাতা: হোটেলে রাত্রিবাসের প্ল্যান, টাকা-পয়সার বিবাদে খুন! কসবা কাণ্ডে গ্রেফতার দু’জন
ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্রে দেখা করার পরিকল্পনা। আর সেই প্ল্যানই কাল হয়ে দাঁড়াল বীরভূমের বাসিন্দা আদর্শ লোসালকারের জীবনে। তদন্তে নেমে পুলিশ দাবি করছে, টাকা-পয়সা নিয়ে অশান্তির জেরেই খুন করা হয়েছে বছর বিশের ওই যুবককে। ইতিমধ্যেই আদর্শের সঙ্গে থাকা দুই সঙ্গী—ধ্রুব মিত্র ও কমল সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জেরাতেই ঘটনার গভীরে পৌঁছতে আশাবাদী তদন্তকারীরা। উল্লেখ্য, শনিবার সকালে