কোলাঘাট: S I R এর প্রতিবাদে কোলাঘাটে বলাকা মঞ্চের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা
S I R এর প্রতিবাদে কোলাঘাটে বলাকা মঞ্চের সামনে বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ বিক্ষোভ দেখায় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা।SIR নিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তিন জেলার অধিকারীদের নিয়ে বৈঠক করেন সেই সময় ভিক্ষোব দেখান। উপস্থিত ছিলেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক সনাতন মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ।