রানিগঞ্জ: শ্রম কোডের প্রতিবাদে রাণীগঞ্জে সিপিএমের বিক্ষোভ কর্মসূচি
শ্রম কোডের প্রতিবাদে রাণীগঞ্জে সিপিএমের বিক্ষোভ কর্মসূচি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার শ্রম কোড চালু করেছেন তার প্রতিবাদে সারা দেশে শ্রমিক সংঘটনের পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হচ্ছে। বুধবার দুপুর ১ টায় রাণীগঞ্জ স্টেশনের কাছে বামফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বামফ্রন্টের দাবি অবিলম্বে এই শ্রম কোড বাতিল করতে হবে, শ্রম কোড লাঘু হলে শ্রমিকরা তাদের প্রতিবাদ অধিকার হারাবে তাদের আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা কাজ করতে হবে।