পুরাতন মালদা: মোকাতিপুর এলাকায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জুয়াড়ি মেলা
এ এক আজব মেলা! যেখানে পুরুষদের পাশাপাশি জুয়া খেলেন মহিলারাও। হ্যাঁ মূলাষষ্ঠী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও জুয়াড়ির মেলা বসল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর এলাকায়। বুধবার দুপুর দুটো নাগাদ যাকে কেন্দ্র করে পুরুষদের পাশাপাশি জুয়া খেলায় মাতলেন মহিলারাও। তবে নিছকই ধর্মীয় পরম্পরা মেনে মজার ছলে। উল্লেখ্য, অনেকে, অনেক রকম মেলার কথা শুনেছেন। কিন্তু যদি বলি জুয়াড়ির মেলা তাহলে প্রথমেই যে নামটা মনে আসে তা হল পুরাতন মালদা পৌরসভার মোকাতিপুর কলোনী এলাকা। এই এলাকাতেই মূলা