পোলবা-দাদপুর: ৩৬ বছরে ৩৬ ফুট কালি পোলবার মহানাদে
৩৬ বছরে ৩৬ ফুট কালি পোলবার মহানাদে।শক্তি আরাধনে মেতে উঠেছে গোটা রাজ্য। ছোট-বড় মিলিয়ে মহানাদে মোট পুজোড় সংখ্যা 16 টা তার মধ্যে ১৩ টি বিগ বাজেটের পুজো হয়। মহানাদ দক্ষিণপাড়া ইয়ুথ ক্লাবের ছত্রিশ বছরের পুজোয় রয়েছে বিশেষ চমক। এখানে মায়ের উচ্চতা 36 ফুট। উদ্যোক্তারা বলেন, বড়মার আদলে এবারে আমরা মাতৃ প্রতিমা নির্মাণ করেছি। ৩৬ বছরে ৩৬ ফুটের প্রতিমা,,