ডায়মন্ডহারবার ১: ট্রেনের ছ নম্বর বগি থেকে ধোঁয়া আতঙ্কিত রেল যাত্রী নেত্রারা স্টেশনে দেখা মিলল,তদন্তে রেল প্রশাসন
শিয়ালদার দক্ষিণ শাখা ডায়মন্ড হারবার লাইনে ডায়মন্ড হারবার গামী একটি ট্রেনে ছয় নম্বর বগের নিচে থেকে ধোঁয়া বেরোতে দেখে রেলযাত্রীরা এমনটা ছবি দেখা যায় নেত্রা স্টেশনের কাছে রেল যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ঘটনাস্থলে রেল কর্মী ও পুলিশ প্রশাসন যায়, পর্যবেক্ষক করে ট্রেন টিকে কোনো রকম ট্রেনটি ডায়মন্ড হারবারে নিয়ে আসার পর সঠিক তদন্ত করে পরীক্ষা-নিরীক্ষা করার পর ট্রেনটি চালানো হবে বলে জানা যায় রেল সূত্রে