কাঁকসা: কাঁকসায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠালো পুলিশ
কাঁকসায় অজ্ঞাত পরিচয় যুবকের উদ্ধার হওয়া জুলন্ত দেহ আজ মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,গতকাল ওই যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকার মানুষ।ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার দু নম্বর কলোনি এলাকায়।এর পরেই কাঁকসা থানার পুলিশকে খবর দিলে।কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।আজ দেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।