ভাতারের কামারপাড়া মোড় এলাকার এক তিন বছর ৯ মাসের শিশু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে এলাকার মানুষের মন জয় করে নিল। মঙ্গলবার ১২: ৩০ মিনিটে ওই শিশুর মা মহুয়া রায় জানান আমার মেয়ের সফলতায় আমি দারুণ খুশি। পূর্ব বর্ধমান জেলার ভাতারের কামারপাড়া মোড় এলাকার এক তিন বছর নয় মাসের শিশু ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে এলাকার মানুষের মন জয় করে নিল। ওই কন্যা সন্তানটির নাম সানভি দাস। সে অনাআসে বেশ কিছু আবৃতি ও ছড়া মুখস্ত বলে দিয়েছে।