আলিপুরদুয়ার ১: শালকুমারে কালীবাড়ি মন্দিরে প্রায় ২০০ পাঠা বলি দেখতে সকাল পর্যন্ত ভিড় দর্শনার্থীদের,পাটকাপাড়া কালীমন্দিরে ৭৫ পাঠা বলি
কালীপুজো উপলক্ষে আলিপুরদুয়ার -১ ব্লকের বিভিন্ন কালীমন্দিরে বলি প্রথা চালু রয়েছে।সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন মন্দিরে বলি দেখা যায়।ব্লকের শতাব্দী প্রাচীন শালকুমারে কালীবাড়ি মন্দিরের প্রায় ২০০ পাঠা বলি দেখতে সকাল পর্যন্ত দর্শনার্থীদের ভিড় দেখা যায়।এদিন দুপুর দেড়টা নাগাদ মন্দির কমিটি সূত্রে জানা যায় সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মন্দিরের সামনে পাঠা বলি দেওয়া হয়।