তুফানগঞ্জ ২: মানসাই হাইস্কুলে তুফানগঞ্জ ২ ব্লকের মহিলা তৃনমূল কংগ্রেস কমিটির তরফে আয়োজিত কর্মী সভা
রবিবার বিকেলে মানসাই হাইস্কুলে এই কর্মী সভার আয়োজন করে তুফানগঞ্জ ২ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস।উপস্থিত জেলা নেত্রী সুচিস্মিতা দেব শর্মা,পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস,ব্লক সভাপতি নিরঞ্জন সরকার, যুব সভাপতি মহেশ বর্মন, মহিলা সভানেত্রী বিনা রানী রায় সহ প্রমূখ।