সাব্রুম: পোয়াংবাড়ী ব্লক এলাকার ধান গাছে ধসা রোগ দেখা দিয়েছে,কৃষক ক্ষতির মুখে,দপ্তর উদাসীন #jansamasya
পোয়াংবাড়ী ব্লক এলাকার ধান গাছে ধসা রোগ দেখা দিয়েছে,কৃষক ক্ষতির মুখে,দপ্তর উদাসীন। ২০ শে সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় পোয়াংবাড়ী ব্লক এলাকার কৃষক কৃষকের সমস্যার কথা তুলে ধরেন।জানা যায় সাব্রুম মহকুমার পোয়াংবাড়ী ব্লক এলাকার শ্রীনগর, কৃষ্ণনগর,আমলীঘাট সহ বিভিন্ন জায়গায় ধান গাছে রোগ দেখা দিয়েছে।ধান গাছের পাতাগুলি হলুদ,লাল হয়ে গাছ মরে যাচ্ছে।ধান গাছের এই রোগের নাম হলো ব্লাষ্ট বা ধসা রোগ।