তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে, SIRএ জীবিতদের ডিলিশন লিস্টে দেখানো প্রসঙ্গে বললেন বিজেপি জেলা সভাপতি।উল্লেখ্য SIRএর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে কোচবিহার জেলার ১নং ব্লকের ফলিমারি এলাকার দম্পতি অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীর নাম মৃত বলে বাতিলের তালিকায় দেখানো হয়েছে।যদিও দম্পতির দাবি তারা যথাযথভাবে ফরম ফিলাপ করে জমা দিয়েছিলেন।আর এই বিষয়টি নিয়ে কোচবিহার তীব্র কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এপ্রসঙ্গেই কি জানিয়েছে বিজেপি জেলা সভাপতি শুনে নেব