ফালাকাটা: ৭৫ বছর পূর্তিতে ফালাকাটার তাসাটি লেবার ক্লাবের শ্যামাপুজোয় রবিবার বাড়তি উৎসহ লক্ষ্য করা গেল
আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্যতম পুরনো শ্যামাপুজোগুলির মধ্যে একটি হল তাসাটি চা বাগানের লেবার ক্লাব আয়োজিত পুজো। ওই পুজোর এবার ৭৫ তম বছর। স্বাভাবিকভাবেই পুজো নিয়ে এবার বাড়িতে উৎসাহ রয়েছে ওই চা বাগানে। চা শ্রমিকরা জানান আর্থিক সমস্যা সত্বেও তাঁরা প্রতি বছর নিয়ম নিষ্ঠা সহকারে শ্যামাপুজো করে থাকেন। তবে এবছর ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাড়তি জৌলুস আনা হয়েছে। রবিবার তাসাটি চা বাগানে গিয়ে শ্যামাপুজো ঘিরে বাড়তি উৎসাহ দেখা গিয়েছে। স্থানীয়রা জানান ওই