রামনগর ১: দুলালপুর গ্রামে অভিযান চালিয়ে ১৫৯০ কেজি বাজি উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ১, ধৃতকে কাঁথি আদালতে পেশ
গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার দুলালপুর গ্রামের অভিযান চালিয়ে পিন্টু মিদ্দা নামে এক বাজি ব্যবসায়ী কে গ্রেপ্তার করে কাঁথি থানার পুলিশ এবং তার কাছ থেকে ২২ বস্তা বাজি ৪২টি কার্টুন বাজি তৈরির উপকরণ সম্মেলনে প্রায় ১৫৯০ কেজি বাজি বাজেয়াপ্ত করে পুলিশ।আজ অভিযুক্ত ব্যক্তিকে কাঁথি আদালতে পেশ করায় |