মঙ্গলকোট: সংশ্লিষ্ট বুথের টাকা, সেই বুথের উন্নয়নমূলক কাজে খরচ করতে হবে মঙ্গলকোটের দেউলিয়ায় পরামর্শ বিধায়কের
সংশ্লিষ্ট বুথের টাকা, সেই বুথের উন্নয়নমূলক কাজে খরচ করতে হবে শনিবার আনুমানিক দুপুর আড়াটা নাগাদ মঙ্গলকোটের দেউলিয়ায় অনুষ্ঠিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” শিবির পরিদর্শন করে স্থানীয়দের উদ্দেশ্যে এমনই বার্তা দেন এলাকার বিধায়ক অপূর্ব চৌধুরী। বিধায়কের সঙ্গে ছিলেন মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতি সান্তনা গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী তথা মঙ্গলকোট ব্লক তৃণমূলের সভাপতি রামকেশব ভট্টাচার্য সহ অনান্যরা।