নিতুড়িয়া: নিতুড়িয়ার রায়বাঁধ ও গুণিয়াড়া অঞ্চলের হাটতলা মাঠে ও গোবাগে দলীয় কার্যালয়ে BJPর সাংগঠনিক বৈঠক
সাংগঠনিক বাঁকুড়া জেলার রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের রায়বাঁধ ও গুণীয়াড়া অঞ্চলের মন্ডল ২বিজেপির বৃহস্পতিবার বিকেলে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল হাটতলা মাঠে।উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট ললিত আগ্ররবাল,জেলার সাধারণ সম্পাদিকা মামণি বাউরি ,মন্ডল সভাপতি সঞ্জয় গরাঁই, কালীপদ বাউরি,স্বপন হাঁসদা সহ অন্যান্যরা। অন্যদিকে এদিনই নিতুড়িয়ার গোবাগে অবস্হিত বিজেপির দলীয় কার্যালয়ে মন্ডল ১বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।