ময়নাগুড়ি: উত্তরবঙ্গ বঞ্চনার বিরুদ্ধে এবার মুখ খুললেন ধুপগুড়ির বন্যা দুর্গতারা
উত্তরবঙ্গ বঞ্চনার বিরুদ্ধে এবার মুখ খুললেন ধুপগুড়ির বন্যা দুর্গতারা। শুক্রবার বিকেল তিনটা নাগাদ তারা দাবি করেন এই বন্যা যদি দক্ষিণবঙ্গে হত তাহলে এত দিনে শাসক বিরোধী দল সহ সকলেই ব্যবস্থা নিত। কিন্তু তারা আমাদের মানুষ বলে গণ্য করেনা। সত্যিই উত্তরবঙ্গ বঞ্চিত। যেই জায়গায় বন্যা হয়েছে বাঁধ ভেঙেছে সেই জায়গা পরিদর্শন না করে নেতা-মন্ত্রীরা বাইরে বাইরে পরিদর্শন করে চলে যাচ্ছেন। গত ৫ই অক্টোবরের বন্যা পরিস্থিতির পর এখনো অনেক মানুষ তাবুতে আশ্রয় নিয়ে রয়েছেন