খোয়াই: খোয়াই জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতা
Khowai, Khowai | Nov 1, 2025 খোয়াই জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতার সূচনা   এদিন বিকালের ৪:৩০ টা নাগাদ খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় এর হাত ধরে উদ্বোধন হয়। এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক রজত পান্ত, জেলার সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব বিনয় দেববর্মা, বিশিষ্ট ব্যক্তি অনুকূল চন্দ্র দাস।