খোয়াই: খোয়াই আশারাম বাড়িতে বাংলাদেশ আটক এর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন খোয়াইয়ের এসপি
Khowai, Khowai | Oct 31, 2025 খোয়াই আশারাম বাড়িতে বাংলাদেশ আটক এর ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন খোয়াইয়ের এসপি  এদিন দুপুর দুইটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোয়াই জেলার এসপি রানাদিত্য দাস জানান, গতকাল খবর আসার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। তাদেরকে সেই জায়গা থেকে আটক করে নিয়ে আসে পুলিশ।