গাজোল: কালী পূজার প্রাক্কালে মোটর বাইকের ধাক্কাই গুরুতর আহত হয় এক মহিলা গাজোলের গরুহাটি সড়ক এলাকায়
Gazole, Maldah | Oct 20, 2025 মোটর বাইকের পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক মহিলা। এরপর গুরুতর আহত ওই মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজল ইস্ট জেনারেল হাসপাতালে।জানা গিয়েছে গুরুতর আহত ওই মহিলার নাম বুলবুলি বিশ্বাস। বয়স ২৩ বছর। বাড়ি গাজোলের সুকান্ত পল্লী গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে গাজোলের গরুহাটি সড়ক এলাকায়।এদিন সোমবার বিকেল তিনটে নাগাদ জানা গিয়েছে মোটর বাইকে করে গাজোলের গরু হাটের দিন থেকে গাজোলে আসার পথে অন্য একটি বাইক আরোহী এসে ধাক্কা মেরে ফেলে দেয় তার কা