তেহট্ট ২: হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের উদ্যোগে গ্রামীণ এলাকায় নারী ফুটবলারদের জন্য ফিজিওথেরাপির ব্যবস্থা
ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জেতার আনন্দে সবাই যখন উদ্ভাসিত তখন নদীয়ার পলাশীপাড়া থানার হাঁসপুকুরিয়ায় নারী ফুটবলারদের নিয়ে নিরবে কাজ করে চলেছে হাঁসপুকুরিয়া স্পোটিং ইউনিয়ন। অত্যন্ত গ্রামীন এলাকায় নারী ফুটবলার তৈরিতে বিরাট ভূমিকা পালন করছে এই ক্লাব। এই ক্লাব থেকেই বাংলা ও জেলা দলের একাধিক ফুটবলার উঠে এসেছে। ক্লাবের মাঠে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল লিগ, উন্মোচন করা হলো ক্লাবের প্র্যাকটিস জার্সি, করা হলো ফিজিওথেরাপির ব্যবস্থা।