রানাঘাট ২: পাট চুরি করে পাচারের চেষ্টার অভিযোগ, বহিরগাছি থেকে ধানতলা পুলিসের হাতে গ্রেফতার এক যুবক,আটক পাট বোঝাই গাড়ী
পাট চুরি করে পাচারের চেষ্টার অভিযোগ, বহিরগাছি থেকে গ্রেফতার এক যুবক,আটক একটি গাড়ী। পুলিশ সূত্রের খবর, বুধবার গভীর রাতে নাইট পেট্রোলিং চালানোর সময় ধানতলা পুলিশ খেয়াল করে বহিরগাছি এলাকায় একটি স্কর্পিও গাড়িতে পাঠ বোঝাই করছে এক যুবক। গভীর রাতে রাস্তার পাশে যাত্রীবাহী গাড়িতে পাট লোড করা দেখে পুলিশ এর সন্দেহ হলে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কিন্তু কি কারনে অত রাতে কার অনুমতিতে গাড়িতে পাট তুলেছিল সে ও সেটি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে কিছু জানাতে পারেনি।