রানিনগর ২: ডেপুটি পাড়া গ্রাম থেকে আবারো যার ভর্তি বোতলবোম উদ্ধার করল রাণীনগর থানার পুলিশ
আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডেপুটি পাড়া গ্রাম থেকে যার ভর্তি বোতলব উদ্ধার করল রানীনগর থানার পুলিশ আজ বিকেলে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা পুলিশ গোপন সূত্রে খবর পাই ডেপুটি পাড়া গ্রামে বোমের তারপরে উক্ত এলাকায় হানা দিয়ে যার ভর্তি বোতলব উদ্ধার করেছে রাণীনগর থানার পুলিশ ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমগুলি ঘিরে রাখে রানীনগর থানার পুলিশ নিষ্ক্রিয় করার জন্য বোম ডিশ পুজার কর্মীদের খবর দেওয়া হয়েছে বলে জানা গিয়