গাজোল: মহা সপ্তমীর পূর্ণ তিথিতে শালবনা অনাথ শিশু সেবা আশ্রমের খুদে পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রিক তুলে দেয় গাজোল বিধায়ক
Gazole, Maldah | Sep 29, 2025 মহা সপ্তমীর পূর্ণ তিথিতে"গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলের শালবোনা এলাকায় শ্রী চৈতন্য অনাথ শিশু সেবাশ্রমের দুর্গাপূজা উপলক্ষে খুদে পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। শ্রী চৈতন্য অনাথ শিশু সেবাশ্রমের খুদে পড়ুয়ারা পড়া শুনার সামগ্রিক হাতে পেয়ে তারা খুশি হয় ।এদিন সোমবার বেলা ২ টা নাগাদ। এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন শ্রীচৈতন্য অনাথ শিশু সেবা শ্রমের সেবায়েত পতিত পাব