মানবাজার ২: ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন ২০২৬ নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো মানবাজার-২ নম্বর ব্লকে
ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন ২০২৬ বুথ লেভেল অফিসারদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হলো মানবাজার-২ নম্বর ব্লকে।সোমবার বিকেল পাঁচটা থেকে মানবাজার দু নম্বর ব্লকের কনফারেন্স হলে বান্দোয়ান বিধানসভার অন্তর্গত ERO,BDO,AERO এবং সুপারভাইজারদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মানবাজার মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট উৎপল পাৎসা,মানবাজার দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা।