জামপুইজলা: প্রমোদনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রশাসনিক শিবির
সিপাহীজলা জেলা প্রশাসন এবং জম্পুইজলা মহকুমা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় জম্পুইজলা মহকুমার প্রমোদনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয় প্রশাসনিক শিবির, শুভ সূচনা হয় আদি কর্মযোগী অভিযানের ।এই আদি কর্মযোগী অভিযান হলো ভারতের উপজাতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি নতুন উদ্যোগ।