দিনহাটা ২: কিশামত দশ গ্রাম অঞ্চলের মাশান পাট এলাকায় পেভার ব্লক রাস্তা নির্মাণের সূচনা হলো
কিশামত দশ গ্রাম অঞ্চলের মাশান পাট এলাকায় পেভার ব্লক রাস্তা নির্মাণের সূচনা হলো। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই পেভার ব্লকের রাস্তা নির্মাণের কাজে সূচনা হয়। জানা গিয়েছে, দিনহাটা-২নং ব্লকের কিশামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাকা রাস্তা মাষাণ পাট থেকে অশোক রায়ের বাড়ী ভায়া প্রাক্তন প্রধান নির্মল বর্মনের বাড়ী পর্যন্ত পেভার ব্লকের